ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী দক্ষিণ সাহাবাজপুর (বুচকী) গ্রামে গতকাল শুক্রবার বিকেলে কিক্রেট খেলার সময় বজ্রপাতে অনিল পাহান (২৫) ঘটনাস্থলেই নিহত এবং অজয় পাহান (১৩) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। নিহত অনিল পাহান ওই গ্রামের মোটা পাহানের ছেলে এবং অজয় পাহান চুরকা পাহানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বুচকী গ্রামের একদল কিশোর গ্রাম সংলগ্ন শালবাগানে ক্রিকেট খেলার সময় আকস্মিকভাবে বজ্রপাত ঘটে। এতে বজ্রপাতের আঘাতে অনিল পাহান ঘটনাস্থলেই প্রাণ হারায় এবং অজয় পাহান আহত হয়। মুমুর্ষূ অবস্থায় অনিল পাহানকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।