ফুলবাড়ী প্রতিনিধি:
বিজিবি ও বিএসএফের মধ্যে পারস্পারিক আস্থা, বিশ্বাস সুদৃঢ় করাসহ সীমান্তে সৌহাদ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে গত বৃহস্পতিবার (৩৬এপ্রিল) বিকেল চারটায় দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে সম্প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি ভলিবল ম্যাচে বিজিবি দলকে ২-০ রাউন্ডে হারিয়ে বিএসএফ দল জয়ী হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়নের অধিন উপজেলার জয়পাইতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার কালী মন্দির মাঠে বিজিবি ২৯ ব্যাটালিয়ন ও বিএসএফ ২৮ ব্যাটালিয়নের জাওয়ানদের মধ্যে সম্প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার ২-০ রাউন্ডে বিএসএফ দল বিজিবি দলকে পরাজিত করে বিজয়ী হয়।
এতে বিজিবি’র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফুলবাড়ী ২৯ব্যাটালিয়নের অধিনায় লে. কর্নেল এসএম রেজাউর রহমান পিএসসি এবং বিএসএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফের ২৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এসকে মিশরা।
সম্প্রীতি ভলিবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌথভাবে বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান এবং বিএসএফের রায়গঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি টিজি সিমতি। এছাড়াও বিজিবি ও বিএসএফের পদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক এসি, ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. শহিদুল্লাহ ভূঁইয়া, ২০ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাশরুর এসএ রুমী, ২৯ব্যাটালিয়নের সহকারি পরিচালক ছাইদুর রহমান ও সুবেদার মেজর মো. আবুল খায়ের এবং বিএসএফের ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ড্যান্ট কে কে মজুমদার ও ১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ড্যান্ট বিএস নেগী প্রমূখ। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মাওলানা মো. নবিউল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন। খেলায় সীমান্তের বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান বলেন, বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত সম্প্রীতি ভলিবল খেলার মধ্য দিয়ে সীমান্ত রক্ষাকারি দুই দেশের দুই বাহিনীর মধ্যে পারস্পারিক আস্থা, বিশ্বাস সুদৃঢ় করাসহ সীমান্তে সৌহাদ্যপূর্ণ সম্প্রীতি বজায় থাকবে। একই সাথে সীমান্তের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে মাদক, নারী ও শিশু পাচাররোধসহ চোরাচালান প্রতিরোধ কার্যক্রম জোরদার হবে। এটি উভয় বাহিনীর প্রত্যাশার ফসল হিসেবে এই সম্প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হচ্ছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031