ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ইচ্ছে হলে উড়াই ঘুড়ি, মন আকাশের তীরে এ স্লোগান নিয়ে নড়াইলের লোহাগড়া অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকালে বেসরকারি সংস্থা ‘ঐতিহ্য’ এর উদ্যো্গ লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ উৎসব। উৎসবে ৭০টি ঘুড়ি অংশ নেয়। ঘুড়ি উৎসবের পাশাপাশি হাড়িভাঙ্গা, বালিশ বদল খেলা, বাজিফোঁটানো ও ফানুস ওড়ানো হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক তানভীর আহমেদ প্লাবন বলেন, আকাশ সংস্কৃতি, ফেসবুক, মাদকসহ নানা কারণে অনেক তরুণ বিপথে যাচ্ছে। এ ধরণের খারাপ মানসিকতার পরিবর্তনে খেলাধূলাসহ শেকড়ের টানে আমরা ঘুড়ি উৎসবসহ গ্রামীণ খেলাধূলার আয়োজন করেছি। চতুর্থবারের মতো আয়োজিত এ ঘুড়ি উৎসবে চিল ঘুড়িসহ রঙ-বেরঙের বিভিন্ন ধরণের ঘুড়ি আকাশে উড়ানো হয়। শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব এবং গ্রামীণ খেলাধূলা উপভোগ করেন।
পরে ঘুড়ি উৎসব ও গ্রামীণ খেলাধূলা শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন।
এসময় জেলা শিশুবিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফকির মফিজুল হক, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান হায়াত ও সাংবাদিক মারুফ সামদানী প্রমুখ উপস্থিত ছিলেন।