‘মুন্না ভাই এমবিবিএস’ ২০০৩ সালে মুক্তি পেয়েছিল বলিউডের নামি পরিচালক রাজ কুমার হিরানি পরিচালিত । কমেডি ঘরনার সে ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল দর্শক মহলে। যেখানে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, বোমান ইরানি, আরশাদ ওয়ার্সি, নওয়াজউদ্দিন সিদ্দিকী, জিমি সারগিল, গ্রাসি সিং ও সুনীল দত্তের মতো তারকারা। ছবিটি প্রযোজনা করেছিলেন বিধুবিনোদ চোপড়া।

এরপর মাঝখানে দুই বছরের বিরতি। ২০০৬ সালে হিরানি নির্মাণ করেন তার মুন্না ভাই সিরিজের দ্বিতীয় কিস্তি ‘লাগে রাহো মুন্না ভাই’। পরিচালক হিরানি ও প্রযোজক বিধুবিনোদ জুটির এ ছবিতেও প্রধান চরিত্রে ছিলেন বলিউড হার্টথ্রব সঞ্জয় দত্ত। আরও ছিলেন আরশাদ ওয়ার্সি, বিদ্যা বালান, দিয়া মির্জা, বোমান ইরানি, দিলীপ প্রভাভল্কারসহ অনেকে। একটি ক্যামিও চরিত্রে ছিলেন অভিষেক বচ্চন। প্রথমটির মতো দ্বিতীয়টিও হয় সুপারডুপার হিট।

‘লাগে রাহো মুন্না ভাই’ মুক্তির পর দীর্ঘ আট বছর জনিপ্রয় এ সিরিজ নিয়ে মাথা ঘামাননি হলিউডের মাস্টার মেকার পরিচালক রাজকুমার হিরানি। ভারতীয় মিডিয়ার খবর, দীর্ঘ বিরতির পর ২০১৪ সাল থেকে ‘মুন্না ভাই’ সিরিজের তৃতীয় কিস্তির চিত্রনাট্য লেখা শুরু করেন হিরানি। তারও তিন বছর পরে ২০১৮ সালে এসে হিরানি ঘোষণা করলেন, ‘খুব শিগিগিরই শুরু হবে ‘মুন্না ভাই থ্রি’ ছবির কাজ।’

তবে এই ছবির কাজ আরও আগে শুরু হওয়ার কথা ছিল। হিরানি যখন ‘মুন্না ভাই থ্রি’র চিত্রনাট্য নায়ক সঞ্জয় দত্তকে পড়ে শোনান, তখন নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হিরানির সঙ্গে শেয়ার করেন সঞ্জয়। সঞ্জয়ের গল্প শুনে মুগ্ধ হিরানি তখনই সিদ্ধান্ত নেন, আগে তিনি সঞ্জয়ের বায়োপিক নির্মাণ করবেন, তারপর ‘মুন্না ভাই থ্রি’। ব্যাস, যে কথা সে-ই কাজ। শুরু করে দিলেন সঞ্জয়ের বায়োপিক ‘সঞ্জু’ নির্মাণের কাজ।

কয়েকদিন আগেই শেষ হয়েছে এই ছবির শুটিং। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৯ জুন। তার আগে গত ২৪ এপ্রিল মুক্তি পায় এ ছবির টিজার। আর ২৭ এপ্রিল মুক্তি পেল ট্রেলার। টিজার মুক্তির দিনেই গণমাধ্যমকে হিরানি জানান, ২৯ জুন ‘সঞ্জু’ মুক্তি পাওয়ার পরেই তিনি শুরু করবেন ‘মুন্না ভাই থ্রি’ ছবির কাজ। খবর সত্যি হলে অবশেষে মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবিটা দর্শকদের উপহার দিচ্ছেন রাজকুমার হিরানি।

তবে আপাতত হিরানি ব্যস্ত নায়ক সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ নিয়ে। যেখানে সঞ্জয় দত্তের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। মুক্তি প্রতিক্ষীত এ ছবিতে বলিউডের এক রঙিন চরিত্র সঞ্জয় দত্তের জীবনের নানা ওঠা পড়া, অফস্ক্রিনে তার সুখ-দুঃখ, স্ক্যান্ডাল সব বিষয় উঠে আসবে পদে পদে। যেখানে এক ভিন্ন লুকে ধরা দিয়েছেন রণবীর কাপুর। সঙ্গে রয়েছেন আনুশকা শর্মা, সোনম কাপুর, দিয়া মির্জা ও মনিষা কৈরালার মতো বেশ কয়েকটি নারী চরিত্র।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031