গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে । শুক্রবার ভোররাতে উপজেলার চুন্টা-ঘাগড়াজোর এলাকায় প্রাইভেটকার থেকে ৭০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন, জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামের আব্দুর রহমান (২০), সেলিম মিয়া (৩৬), জিয়ামিন (১৮) ও সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের গাড়ি চালক শাহজালাল (৩৫)।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ভোর রাতে চুন্টা ইউনিয়নের ঘাগড়াজোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময়ে একটি প্রাইভেটকারের চালকসহ চার মাদক বিক্রেতাকে আটক করা হয়। গাড়িতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৫ প্যাকেটে ৬০ কেজি ও পাঁচ প্যাকেটে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজ পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মফিজ উদ্দিন ভূইয়া বলেন, গাঁজাসহ চার মাদক বিক্রেতা আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে।