এক বর গায়ে হলুদের দিন নিখোঁজ হয়েছেন। তার পরিবার দিনভর খুঁজেও না পেয়ে থানায় সাধারন ডায়েরি করেছে চাঁদপুরের ফরিদগঞ্জে বলরাম সাহা ওরফে বলাই নামে ।
শুক্রবার থানায় নিখোঁজের ভাই সুমন সাহা জানান, তার ভাই রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারে রূপা স্টোর নামে একটি দোকানের মালিক। বৃহস্পতিবার তার গায়ে হলুদ এবং শুক্রবার মতলবের নারায়ণপুরে তার বিয়ের দিন ধার্য্য ছিল। গতকাল সকালে তিনি চুল ছেটে ফেলার কথা বলে বাজারে আসলেও আর বাড়ি ফেরেনি। সন্ধ্যা পর্যন্ত তার কোন হদিস না পাওয়ায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, তাঁরা জিডি মোতাবেক খোঁজ খবর নিচ্ছেন।