শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলায় মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাস করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ডেলিভারী সেবা বৃদ্ধির জন্য নবজাতক ও প্রসূতি মায়েদের প্রসাধনী পথ্য, পুষ্টি ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদানের উদ্দ্যেশে নবজাতক’কে স্বাগত জানানো শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহযোগিতায় রুদ্রকর ইউনিয়নে ১২ নবজাতক ও প্রসূতি মা’কে স্বাগত জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হামিদুল হক, একাডেমিক সুপারভাইজার শিরিন সুলতানা, রুদ্রকর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী, ইউপি সদস্য কবির হোসেন ও আ. আউয়াল টুটুল ঢালী প্রমূখ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, শিশুরা জাতির সম্পদ; এদের পরিচর্যা দায়িত্ব সকলের। আর সরকারের সেবা জনগণের দে¦াড় গোড়ায় পৌছে দিতে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এতে করে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাস পাবে।

১নং ছবির ক্যাপশন:
শরীয়তপুর সদরে নবজাতক ও প্রসূতি মাকে পুষ্টি ও পথ্য সামগ্রী প্রদান করছেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান সহ অন্যান্যরা।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031