ঔষধ বহনকারী একটি গাড়ী থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি টেকনাফে। এসময় গাড়ীর চালকসহ তিন জনকে আটক ও গাড়ীটি জব্দ করেছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার ভোট ৬ টার দিকে দমদমিয়া বিওপির চেকপোষ্টে কক্সবাজারগামী ড্রাগ ইন্টারন্যাশনাল লিঃ কোম্পানীর পিকআপ ভ্যান গাড়ীতে তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।
ধৃত ব্যাক্তিরা হচ্ছে কুমিল্লার চৌদ্দগ্রামের মৃত সোলাইমানের পুত্র চালক নুরুল ইসলাম (২৮), উখিয়া থানার রাজা পালং এলাকার জালাল উদ্দিনের পুত্র মোঃ মানিক মিয়া (২৬) ও একই এলাকার আবুল হাসেমের পুত্র নুরুল আবছার (২৪)।
২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।