Alertnews24.com
ইয়াবা সম্রাট জহিরুল ইসলাম বাবু (২৮) ঢাকার । জন্ম টেকনাফের টেকপাড়ায়। বাবা সিএন্ডএফের কর্মকর্তা। ২০১২ বাবার অমতে বিয়ে করার পরপরই ঢাকায় বসবাস শুরু করেন। তারপর থেকেই রাজধানীতে শক্তিশালী ইয়াবার নেটওয়ার্ক গড়ে তোলেন। রাতারাতি হয়ে যান কোটি টাকার মালিক।