নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার ৩৯জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন খুলনা সিটি করপোরেশন । এর মধ্যে ৩৪ জন সাধারণ কাউন্সিলর এবং পাঁচজন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ছিলেন।
রিটার্নিং অফিসার মো ইউনুচ আলী বলেন, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে কোনো মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
নির্বাচন কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের পর ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মেয়র পদে যে পাঁচজন প্রার্থী রয়েছেন তারা হলেন, আওয়ামী লীগের মহানগর সভাপতি তালুকদার আব্দুল খালেক, বিএনপির মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির মহানগর সদস্য সচিব এস এম শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক, সিপিবির মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু। আগামী ১ মে খুলনা সিটি করপোরশেন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।