এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা প্রশ্নপত্র প্রকাশ হয়ে যাওয়ায় আগামীকাল ২৩শে এপ্রিল স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে এই পরীক্ষা পরে নেয়া হবে।
আজ রবিবার ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দেয়া হয় ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র। ঘটনাটি ঘটে ময়মনসিংহের দুর্গাপুরের একটি কেন্দ্রে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। আবার নির্দেশনা দেন নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষাটি নেবার।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক নিশ্চিত করেন এবং বলেন, পরবর্তীতে এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। ভুল প্রশ্নপত্র দেয়ার সঙ্গে যারা দায়ী ছিলেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।।