ঢাকা বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশার বহিস্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে । আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। গত ১০শে এপ্রিল মধ্যরাতে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া ছাত্রীদের মারধরের ঘটনায় তাৎক্ষনিকভাবে বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয় এশাকে। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনায় এশার সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছিলেন। পরে ১৩ই এপ্রিল ছাত্রলীগ এশার বহিস্কারাদেশ প্রত্যাহার করে।
সংগঠনটি ইশাকে হেনস্তার জন্য দায়ী করে কেন্দ্রীয় ও হল শাখার ২৪ নেতাকর্মীকে স্থায়ী বহিস্কার করে। এদিকে ইশার বহিস্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তের ঘটনায় হলে ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হলে ইশা ফিরলে তিনি ছাত্রীদের ওপর প্রতিশোধ নিতে পারেন বলে আশংকা করছেন তারা।