নদীর স্রোতধারা প্রবাহের চিরায়াত রূপ পরিবর্তন করে উত্তর দিকে প্রবাহিত হওয়ায় অতি প্রাচীনকাল থেকেই হিন্দু ধর্মালম্বীরা অক্ষয় তিথিয়াতে ব্রহ্মপুত্রের শাখা নদী বানার নদীতে স্নান করে আসছে। আজ বুধবার ভোর থেকে হিন্দু ধর্মালম্বীরা স্নানে মেতে উঠেন। বানার নদীর জল দক্ষিণ দিকে প্রবাহিত না হয়ে উত্তর দিকে প্রবাহিত হওয়ায় অতি প্রাচীনকাল থেকে প্রতি বছরের বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় হিন্দুদের স্নানোৎব অনুষ্ঠিত হয়। স্নান উপলক্ষে বসেছিল মেলা। মেলাটি স্থানীয়ভাবে উত্তর বাহিনী মেলা নামে খ্যাত।
অক্ষয় তৃতীয় শুরু থেকে দলে দলে হিন্দু ধর্মালম্বীরা নদীতে ¯œানে মেতে উঠেন।
অক্ষয় তৃতীয়ার এ দিনে নদীর তীরে বসে মেলা। মেলায় ওঠে হরেক রকম পন্য। ক্রেতা ভীড় করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। মেলাকে প্রানবন্ত করতে আশে পাশের গ্রাম গুলোতে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়। প্রতিটি বাড়ীতে আতœীয় স্বজন এসে মেলার দিন ভীড় করে।
মেলায় আসা হিন্দু ধর্মালম্বী মুক্তিযোদ্ধা সুকুমার চক্রবর্তী (৭০) জানান, উত্তর বাহিনী মেলায় ¯œান করলে পাপ ক্ষয় হয়। অতি প্রাচীনকাল থেকে নদীতে স্নান চলে আসছে।
¯œান করতে আসা হিন্দুদের অভিযোগ, উত্তর বাহিনী মেলায় স্নান করতে আসাদের কোন নিরাপত্তা নেই। ¯œানের পর কাপড় বদলানোর কোন ব্যবস্থা না থাকায় মহিলারা বেকায়দায় পড়তে হয় অনেক সময়। হিন্দুদের এ তীর্থস্থানে মহিলাদের কাপড় বদল করার ঘর নির্মানের জন্য জোড় দাবী জানিয়েছেন তারা।