নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান চাকরিতে কোটাপদ্ধতি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে সঠিক সিদ্ধান্ত নেয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছেন ।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জে শহরে মহানগর ছাত্রলীগের ব্যানারে এই আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা অয়ন ওসমানের ছবি সম্মলিত ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত হন। এতে অয়ন ওসমান উপস্থিত না থাকলেও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ও সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান রিয়াদ দাবি করেছেন, বিশাল এ আনন্দ র্যালি অয়ন ওসমানের নির্দেশনায় তার পক্ষ থেকেই করা হয়েছে।
র্যালিতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের প্রতিটি ইউনিট থেকে ছাত্রলীগের নেতাকর্মীসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এর আগে মহানগর ছাত্রলীগের প্রতিটি ইউনিটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সরকারি তোলারাম কলেজে জড়ো হয়।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সামনে থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে আনন্দ র্যালি বের করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ও সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে এই আনন্দ র্যালিটি বের করা হয়। র্যালিটি সরকারি তোলারাম কলেজ থেকে বের হয়ে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট আওয়ামী লীগ কার্যালয় ঘুরে চাষাড়া বিজয় স্তম্ভের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘চাকরির কোটা পদ্ধতি নিয়ে সঠিক সময়ে আপনার সঠিক সিদ্ধান্ত আলোকিত করলো হাজারো শিক্ষার্থীদের জীবন। তাই আপনি সকলের অভিভাবক, বিশ্বাস ও সর্বশেষ আশ্রয়স্থল। মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন।’
র্যালিতে হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাসিম আহমেদ তপন, হাসনাত রহমান বিন্দু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাফেল প্রধান, হাজী সোহাগ রনি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তামিম ইসলাম, সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, মহানগর ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন জিতু, শাহরিয়ার ইসলাম বাপ্পী, সোনারগাঁও ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদসহ অন্যান্য শীর্ষ পর্যায়ের নেতারা।
র্যালির নেতৃত্বে থাকা হাবিবুর রহমান রিয়াদ বলেন, ‘চাকরিতে কোটাপদ্ধতি নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা এ আনন্দ র্যালি করেছি। নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কাণ্ডারি নারায়ণগঞ্জের প্রাণপুরুষ জননেতা এমপি একেএম শামীম ওসমানের সুযোগ্য পুত্র অয়ন ওসমানের নির্দেশনায় তার পক্ষ থেকে আমরা এ আনন্দ র্যালিটি করেছি।’