সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন শিষ্ট সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারে কোনো রাজনৈতিক উদ্দ্যেশ্য নেই বলে ।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে জয়কে হত্যার পরিকল্পনা করা হযেছে।তিনি বলেন, কাউকে সাংবাদিক হিসাবে অভিযুক্ত করা হয়েছে- এমন ধারণা ঠিক নয়।হত্যার ষড়যন্ত্রের অংশ হিসাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কাদের বলেন, সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা আর সে কারণেই তাকে হত্যার চেষ্টা করা হয়। বিএনপি দীর্ঘ দিন ক্ষমতার বাহিরে থেকে মরিয়া হয়ে তাকে হত্যার চেষ্টা করছে।
যারা (বিএনপি) অভিযুক্তদের পক্ষ নিচ্ছে তারাও এ সষড়ন্ত্রে দায় এড়াতে পারবে না। প্রকাশ্য আন্দোলনে ব্যর্থ হয়ে অন্ধকার পথ বেছে নিচ্ছে