প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ বলে অভিহিত করেছেন এ দাবিতে আন্দোলনকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিল করার ঘোষনা দেওয়ায় । তারা বলছেন, প্রধানমন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে যুগোপাযোগী সিদ্ধান্ত নিয়েছেন। এখন সে সিদ্ধান্তের আলোকে দ্রুত প্রজ্ঞাপন হবে এমনটাই তাদের প্রত্যাশা।
বৃস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
এতে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী নেতারা কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা। এসময় তারা প্রধানমন্ত্রীর ঘোষনা দ্রুত বাস্তবায়নে ছয় দফা দাবি জানান।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, আন্দোলন প্রত্যাহার বা বাতিল নয়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোটা ব্যবস্থা বাতিলের প্রজ্ঞাপন জারি পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন তারা।
একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা ও ভাঙচুরসহ বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতার ঘটনায় দায়ের করা সব মামলা প্রত্যাহার ও আন্দোলনের সময় দেশের বিভিন্ন জায়গায় আট শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর, রাশেদ থান ও ফারুক হাসান সংবাদ সম্মেলনে কথা বলেন। এসময় নিজের বক্তব্যে নূরুল হক নূর প্রধানমন্ত্রীকে মাদার অব এডুকেশন বলে অভিহিত করেন।