ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার পটুয়াখালী – কুয়াকাটা মহাসড়কের আমতলীস্থ বটতলা বাসষ্ট্যান্ডে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিতরা বরগুনার আমতলী উপজেলা । ৯ এপ্রিল রাতে বরগুনা জেলা ছাত্রলীগের অনুমোদন দেয়া আমতলী উপজেলা কমিটিকে প্রত্যাখান করে এ কর্মসূচি পালন করে তারা। অবস্থান ধর্মঘাটের সাথে সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ করে। এতে শতাধিক যানবাহন আটকা পড়ে । এসময় নেতাকর্মীরা রাস্তায় টায়ার জালিয়ে প্রতিবন্দকতা সৃষ্টি করে । আমতলী উপজেলা ছাত্রলীগের কমিটিতে মাদক ব্যবসায়ী অছাত্র অনুপ্রবেশকারীদের ঢুকানো হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী ওলি আহমেদ ও মো. আব্দুল মতিন খান ।
এ ব্যাপারে বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন কোনো মাদক ব্যবসায়ী ও ছাত্রলীগে অনুপ্রবেশকারীকে কমিটিতে অন্তর্ভূক্তি করা হয়নি । আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রলীগ নেতাদের সাথে সমন্বয় করে প্রকৃত ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে থেকেই কমিটি দেয়া হয়েছে । পদ না পেয়ে যারা অভিযোগ করেছেন তাদের অভিযোগ সঠিক নয় ।
রাস্তা অবরোধের বিষয় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিয়েছে । এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।