র্যাব গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন শ্যামলী বাস কাউন্টারে অপেক্ষমান এক নারী যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা জব্দ করেছে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ।
আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার জন্য শ্যামলী বাস কাউন্টারে অপেক্ষা করছিলেন ওই নারী। তার নাম হাজেরা বিবি (৩৮)। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মৃত সৈয়দ হোসেনের মেয়ে।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক শাহেদা সুলতানা বলেন, শ্যামলী বাস কাউন্টার এলাকায় ওই নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার ট্রাভেল ব্যাগে তল্লাশী চালানো হয়। এ সময় ব্যাগের রেকসিনের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।
এসব ইয়াবার দাম আনুমানিক এক কোটি টাকা। ইয়াবা পাচারের দায়ে ওই নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে খুলশী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান শাহেদা সুলতানা।।