১২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের সমুদ্রবর্তী এলাকা ও নাফ নদে পৃথক চারটি অভিযানে।
টেকনাফ মডেল থানা পুলিশ পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বৃহৎ একটি ইয়াবার চালান আটক করেছে। এসময় পাচারে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, বুধবার রাত ৯ টা হতে ১২ টা পর্যন্ত একটানা টেকনাফ পৌর এলাকার কায়ুক খালী খালে অভিযান পরিচালনা করে। এসময় সৈয়দ আলমের বরফ কলের সামনে থেকে এফ,বি সাদিয়া নামক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৮০ হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে ওই বোটের মালিক ও মাঝি মাল্লা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি রনজিত কুমার বড়ুয়া আরো জানান, আটককৃত ইয়াবার চালান পুলিশ কর্তৃক সর্ববৃহৎ ইয়াবার চালান। খোঁজ নিয়ে জব্দকৃত ইয়াবার প্রকৃত মালিক ও বহনকারীর বিরুদ্ধে মামলা রজু করা হবে।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কেরুনতলী খালের ব্রীজের নীচে একটি নৌকায় তল্লাশী চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।
এসময় বিজিবির অবস্থান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। তবে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি নৌকা জব্দ করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সুত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার দিকে কোস্ট গার্ড বাহিনীর পূর্ব জোনের অধীনস্থ ষ্টেশান টেকনাফ কর্তৃক ছেড়াদ্বীপের সমুদ্রবর্তী এলাকা থেকে কোস্ট গার্ড সদস্যরা একটি সন্দেহজনক বোট তল্লাশীর উদ্দেশ্যে ধাওয়া করলে উক্ত বোটে থাকা লোকজন তিনটি বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যায়। পরে তিনটি বস্তা হতে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এছাড়া অপর একটি অভিযান পরিচালনা করে বুধবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবা ট্যাবলেটের চালান বাংলাদেশে প্রবেশকালে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া বরাবর নাফ নদের কিনারায় হতে একটি কাঠের বোট থেকে তিনটি বস্তা থেকে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে: কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবা গুলো পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।