আগামীকাল সকাল দশটায় তাদের সিদ্ধান্ত জানাবেন কোটা থাকবে না- জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন।
আন্দোলনকারীরা বলেছেন, কোটা সংস্কার নিয়ে সংসদে দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য কতটুকু আইনসঙ্গত তা রাতে পর্যালোচনা করে আগামীকাল সকাল দশটায় রাজু ভাস্কর্যের সামনে তারা নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করবেন। আজকের মতো তারা অবস্থান মুলতবি ঘোষণা করেছে।