আজকের মতো অবরোধ স্থগিত করেছে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর কুড়িল-বিশ্বরোড, বসুন্ধরা, নর্দা ও প্রগতি সরণি এলাকায় অবস্থান নেয়া বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা । শিক্ষার্থীরা এমন ঘোষণা দেয়ার পর বিকেল আনুমানিক ৫টার দিকে ওই এলাকার রাস্তাগুলো যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।
এর আগে আজ সকাল থেকে কোটা সংস্কার আন্দোলনে সংহতি প্রকাশ করে সড়ক অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর ধানমন্ডি, বাড্ডা ও নতুন বাজার এলাকায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। মোহাম্মদপুর রামচন্দ্রপুর এলাকায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে একই দাবিতে আন্দোলন করেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |