চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে তল্লাশি চালিয়ে একটি ট্রাকের বাম্পারে বিশেষ কৌশলে লুকোনো ৯০ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় ট্রাক চালক ও সহকারিকে আটক করা হয়েছে। আটক দু’জন হল, ট্রাক চালক মো. সেলিম (৩২) ও সহকারি ইয়াছিন (২৪)। তাদের দু’জনের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় বলে জানা গেছে।
বুধবার ভোর চারটার দিকে চন্দনাইশ উপজেলায় গাছবাড়িয়া কলেজ এলাকা থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের পর বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
চট্টগ্রামের পটিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শামীম হোসেন জানান, ট্রাকটি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। কাঠের সঙ্গে মূলত ইয়াবা পাচার করাই সেলিম ও ইয়াছিনের ব্যবসা।
এ ঘটনায় চন্দনাইশ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।