চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগং বে ভিউ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে । ‘রঙের উৎসব বৈশাখ’ শিরোনামে দুদিন ব্যাপী বর্ণাঢ্য এ আয়োজনের সবচেয়ে বড় চমক থাকবে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার পরিবেশনা। এছাড়াও থাকবে বাঙালিয়ানা পরিবেশে প্রাতঃরাশ এবং ভোজ। থাকবে দিনভর বাউল গান এবং সব বয়সী মানুষের মিলন মেলা। দেশীয় সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করতে রেডিসনের পুরো এ আয়োজনে সম্পৃক্ত থাকছে ইস্টার্ন ব্যাংক লিমেটেড এবং গোল্ডেন ইস্পাত লিমিটেড। রেডিসন বহ্মু চিটাগং বে ভিউর মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ড’স জানান, উৎসব প্রিয় বাঙালিদের প্রতিটি উৎসবকে রঙিন করতে আমরা প্রতিশ্রুতবদ্ধ। প্রতিবারের মতো ভিন্নধর্মী আয়োজনের অংশ হিসেবে এবারও পহেলা বৈশাখ উদযাপনে আমাদের নানা আয়োজন থাকবে। এর মধ্যে ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ সকালে সম্পূর্ণ বাঙালিয়ানা পরিবেশে প্রাতরাশ এবং দুপুরে ভোজ, দিনব্যাপী বাউল গান এবং সব শ্রেণি ও পেশার মানুষের মিলন। পহেলা বৈশাখ উপলক্ষে হোটেলের মূল ফটক, লবি, রেস্টুরেন্ট থেকে শুরু করে সব স্থান সাজানোতে থাকবে গ্রামীণ ঐতিহ্যের ছাপ। এছাড়াও ১৪ ও ১৫ এপ্রিল বিশেষ অফার হিসেবে মাত্র ৯ হাজার ৯৯৯ টাকায় এক রাত এক দিন থাকা যাবে রেডিসনে।
তিনি বলেন, পহেলা বৈশাখে সাফল্যের তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পা দিচ্ছে রেডিসন ব্লু চিটাগং বে ভিউ। এ মহেন্দ্রক্ষণকে আরো রঙিন করতে আয়োজনের একদিন আগে ১৪ এপ্রিল রেডিসনে আসবেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের সব আয়োজনে তিনি সম্পৃক্ত থাকবেন। ১৫ এপ্রিল রাত ৮টায় মোহনা বলরুমে থাকবে তার মনোমুগ্ধকর পরিবেশনা। দু’ঘন্টা ব্যাপী এ আয়োজনে অংশ নিতে চাইলে নির্ধারিত প্রবেশ টিকিট আগেই সংগ্রহ করতে হবে। ১১ এপ্রিলের মধ্যে মাত্র সাড়ে ৩ হাজার এবং এরপর মাত্র ৪ হাজার টাকায় টিকিট সংগ্রহ করা যাবে। চট্টগ্রামে আসতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানিয়ে শিল্পী রুনা লায়লা বলেন, আতিথেয়তার জন্য চট্টগ্রাম অদ্বিতীয়। এর আগে বেশ কয়েকবার এখানে আসা হলেও শুধু গানই গেয়েছি। এবার বড় পরিসরে রেডিসনের এ আয়োজনে অংশ নিতে পেরে ভালো লাগছে। আশা করি চট্টগ্রামে এমন কিছু সময় কাটাবো, যা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।
পহেলা বৈশাখ উপলক্ষে রেডিসনের আরো আয়োজনের বিস্তারিত তথ্য জানা যাবে, ০১৭৭৭৭০১১১৮ নাম্বারে। আরও তথ্য পাওয়া যাবে ফেসবুকের এ পেজে র্র্দয্র://ষষষ.তটডণঠমমপ.ডমব/র্উথৗটঢধ্র্রমভঈফল/ঢ়