বেলকুচিতে ৭ম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে সিরাজগঞ্জের।
রবিবার সকালে ওই ছাত্রীর মা অলোকা বেগম বাদী হয়ে সাগর বিশ্বাস (১৯) নামে এক তরুণকে আসামি করে মামলা করেন। মামলার অভিযোগে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই মাদ্রাসা ছাত্রী পড়াশুনা শেষে বাড়িতে টিউবওয়েলে হাত-মুখ ধুতে যায়। সেখানে একই গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস তার মুখে গামছা বেধে পাশের মাঠে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সাগর বিশ্বাস পালিয়ে যায়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।