চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে চালককে মারধর ও অপহরণের ঘটনায় । চট্টগ্রাম রেলস্টেশন থেকে আজ রোববার সকাল ৮টার ট্রেন গেলেও সাড়ে ৯টার ট্রেন যায়নি।
ষোলশহর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাহাব উদ্দিন জানান, চট্টগ্রাম রেলস্টেশন থেকে সকালে দুটি শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু সকাল ৮টার ট্রেন গেলেও সাড়ে ৯টার ট্রেনটি যেতে পারেনি।
ট্রেন ছাড়ার আগে সাড়ে ৯টার ট্রেনের চালক কাউসারকে একদল লোক মারধর ও অপহরণ করে নিয়ে গেছে। এরপর স্টেশনে এসে ট্রেন না চালানোর হুমকি দিয়েছে।
চবি সূত্র জানায়, প্রয়াত আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ছাত্রলীগের একটি উপদল চালক কাউসারকে মারধর ও তুলে নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়গামী সাড়ে ৯টার ট্রেনটি আটকে দেয়। এর ঘটনার জের ধরে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত শাটল ট্রেনের চালক কাউসারের খোঁজ মেলেনি বলে জানান স্টেশন মাস্টার সাহাব উদ্দিন।