রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ ৪ এপ্রিল খুলনায় যাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে। ওই দিন বিকাল ৩টার দিকে কুয়েট প্রাঙ্গণে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। সমাবর্তন বক্তব্য দেবেন বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ একই দিন বিকাল ৫টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন। এ সময় তিনি মংলা বন্দরের ডিজিটাল পদ্ধতিতে চারটি প্রকল্পের উদ্বোধন করবেন।