এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে কালবৈশাখী ঝড়ে সিলেটের ওসমানী নগরে ।
ওসমানী নগর থানার ওসি শহিদ উল্লাহ জানান, শুক্রবার বিকালে ঝড়ের সময় উপজেলার দশহাল গ্রামে টিনের চাল পড়ে সাবিয়া বেগম নামে এক মহিলা ও উমরপুর গ্রামে পানিতে ডুবে হাসান আহমদ নামে এক শিশু মারা গেছে।
তিনি জানান, ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে। টিনের চাল উড়ে গেছে অন্তত ৩০টি ঘরের।
এছাড়া বিদুতের খুঁটি উপড়ে পড়ে উপজেলায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জোনাল অফিসের ডিজিএম জহিরুল ইসলাম।
ওসমানী নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে- সে হিসাব এখনও নির্ধারণ করা যায়নি।