রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা কমিটি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাঙামাটি শহীদ আব্দুল আলী একাডেমিতে ভোটগ্রহণের সময় ব্যাপক জাল দেয়া হয় এ অভিযোগে এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন সাধারণ সম্পাদক প্রার্থী সৈকত রঞ্জন চৌধুরী।
দুপুর আড়াই রাঙামাটি রিপোটার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সৈকত রঞ্জন অভিযোগ করেন- আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্র দখল করে জাল ভোট দেন।
সংবাদ সম্মেলনে সৈকত বলেন, রাঙামাটির সংগীত শিল্পী রনেশ্বর বড়ুয়া ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট দেয়া হয়েছে।
এছাড়া বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমা, সৌদি আরব প্রবাসী বাদশা আলমগীর, ছাত্রদলের রাঙামাটি সভাপতি আবু সাদাৎ মো. সায়েম, শাহরিয়ার খোকন, সাংবাদিক জসিম উদ্দীন, রেড ক্রিসেন্টের সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ারের স্ত্রী, বাঘাইছড়ি বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম, রেড ক্রিসেন্টের সাবেক কর্মকর্তা নাসিরন আক্তার ভোট কেন্দ্রে আসতে না পারলেও তাদের ভোট দিয়ে দেওয়া হয়।
সংগীত শিল্পী রনেশ্বর বড়ুয়া বলেন আমি ২৮ নম্বর সদস্য। আমি ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট দেয়া হয়েছে। আমি এ বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি। তিনি কিছু একটা করবেন বলে আমাকে অপেক্ষা করে বলেন আমি অপেক্ষা না করে চলে এসেছি।
তিনি বলেন, আজ জানলাম রাঙামাটিতে দুজন রনেশ্বর বড়ুয়া আছে।
সাংবাদিক জসিম উদ্দীন বলেন, আমি বিগত কমিটির কার্যকর কমিটির সদস্য ছিলাম। কিন্তু এবার আমার ভোট আমি দিতে পারিনি। কিন্তু জাল ভোট দেয়া হয়েছে।
সব অভিযোগ অস্বীকার করে প্রধান নির্বাচন কমিশনার বেলায়েত হোসেন বলেন, নির্বাচন একশ ভাগ সুষ্ঠু হয়েছে। এ ধরণের সুন্দর নির্বাচন অতীতে হয়নি।
প্রসঙ্গত, ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে ভাইস-চেয়ারম্যান, সেক্রেটারি ও সদস্য ৫ জনসহ মোট ৭টি পদে নির্বাচন হবার থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোট হয়।
নির্বাচিতরা সবাই আওয়ামী লীগের পদধারী ও সমর্থিত লোক।