‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও গ্রন্থাগার ভবন’ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে শিক্ষানুরাগী ও শিল্পপতি  শেখ মো. আমিনুর রহমান হিমুর অনন্য দৃষ্টান্ত । শুক্রবার দুপুরে একতলা এ ভবনটির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী।

কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন ভবনটির উদ্যোক্তা শেখ আমিনুর রহমান হিমু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্লা, লোহাগড়া থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লব প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী বলেন, শেখ আমিনুর রহমান হিমুর ব্যক্তি উদ্যোগে নির্মিত প্রস্তাবিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও গ্রন্থাগার ভবন নির্মাণ প্রশংসার দাবিদার। এক সময় জমিদাররা ব্যক্তি উদ্যোগে এ ধরনের ভবন নির্মাণ করলেও বর্তমানে তা তেমন একটা দেখা যায়। এক্ষেত্রে শেখ আমিনুর রহমান হিমু ভালো একটি কাজ করেছেন।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদরের চরশালিখায় প্রস্তাবিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মসজিদ ও মাদরাসা’ নির্মাণ কাজের উদ্বোধন করেন শেখ আমিনুর রহমান হিমু। ৯ শতক জমিতে হিমুর উদ্যোগে এ মসজিদ নির্মিত হচ্ছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031