কুপিয়ে হত্যা পাবনার সাঁথিয়া উপজেলায় প্রকাশ্যে দিবালোকে ইব্রাহিম হোসেন নামে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভায়নাপাড়া গ্রামের একটি আমবাগানে তাকে হত্যা করা হয়।
ইব্রাহিম হোসেন ওই গ্রামের মোন্তাজ ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ইব্রাহিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তার বিরুদ্ধে আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন।