আজ সোমবার সকালে র‌্যাব অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বহনকারী ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে । আটককৃতরা হলেন, বরগুনা জেলার আমতলী থানার কড়ইবুনিয়া গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে রাকিব ইসলাম(৩১) ও নারায়নগঞ্জ জেলার ফতু¬ল্লা থানার বামারবাগ গ্রামের আব্দুল জলিলের ছেলে মারুফ হোসেন(২০)।
র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার মেজর মুরাদের নেতৃত্বে র‌্যাব-৫ এর একটি দল সকাল সাড়ে ৮টায় শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারেরর গোপালনগর মোড়ে একটি ট্রাকে অভিযান চালিয়ে ৩ হাজার ৯শ ৬৫বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ফেনসিডিল বহনকারী (ঢাকা-মেট্রো-ট-২০-০৭০৩) ট্রাক জব্দ করে ও ২ মাদক ব্যাবসায়ীকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031