একটি নাইটক্লাবে নাচতে গিয়ে হলিউড অভিনেত্রী প্যারিস হিল্টনের দুই মিলিয়ন ডলার মূল্যের এনগেজমেন্ট রিং হারিয়ে যায় যুক্তরাষ্ট্রের মিয়ামির। এসময় তিনি খুব বিচলিত হয়ে কান্না শুরু করেন। রিংটি প্যারিসের প্রেমিকের দেয়া। পরে অবশ্য খুঁজে পেয়ে যেন প্রাণ ফিরে পান এ লাস্যময়ী অভিনেত্রী।
পেজ সিক্স ম্যাগাজিন জানায়, নাইটক্লাবের আবছা আলোয় প্যারিস হাত ওপরে উঠিয়ে ড্যান্স করছিলেন। তখন তার আঙুলে থাকা রিংটি ছিটকে পড়ে। এসময় তিনি ক্লাবে আলো কম থাকায় হতাশ হয়ে পড়েন। এটা ছিলো ভোররাতের দিকে ঘটনা।
এরপর প্যারিসের বাগদত্ত ক্রিস জিলকা সেখানের ভিআইপি অংশে রিংটি খোজার জন্য একটি দল লাগিয়ে দেন। পরে দুইটি টেবিলের মধ্যে একটি বরফের পাত্রে তা খুঁজে পাওয়া যায়।
তবে রিং পাওয়ার আগ পর্যন্ত বিপর্যস্ত দেখাচ্ছিলো প্যারিসকে। এসময় তিনি কান্না করছিলেন। তার এমনটি করার কারণ, রিংটির আর্থিক মূল্য এবং এটি তার বাগদত্তের দেয়া এনগেজমেন্ট রিং।
এ ঘটনাকে ‘জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহুর্ত’ বলে উল্লেখ করেছেন প্যারিস। তবে রিং খুঁজে পেয়ে নিজেকে ভাগ্যবতীও মনে করেন তিনি।