জাপানের বিখ্যাত অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ামাহা এই প্রথম ইলেকট্রিক বাইক । ই-বাইকটির মডেল টিওয়াই-ই। এটি মেকানিক্যাল ক্লাচ সমৃদ্ধ ব্যাটারি চালিত বাইক।
নতুন এই বাইকটি এখনই বিক্রি করছে না ইয়ামাহা। এটা ট্রায়ালে রয়েছে। রেসিংয়ের জন্য এটি বিশেষভাবে তৈরি করেছে ইয়ামাহা।
টিওয়াই-ই বাইকটিতে রোটেশন টাইপ ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে।
বাইকটি তৈরি করে ইয়ামাহার ‘ইভোয়িং আর অ্যান্ড ডি’ টিম। এই দলটি তাদের নতুন বাইকটি নিয়ে ‘অল জাপান ট্রায়াল চ্যাম্পিয়নশিপ ফ্যাক্টরি রাইডার’ রেসে অংশ নিচ্ছে।
হালকা-পাতলা ওজনের এই বাইকটি দেখতে অনেকটা এক্সএল ঘরানার অফ রোড বাইকের মত। এটি দেখলেই বোঝা যায় টাট্টু ঘোড়ার মত এটি লাফাতে পারবে।
হাই টর্কের এই ই-বাইকটি সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। এর মোটরকে শক্তি সরবরাহ করার জন্য রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি। বাইকটি কার্বন ফাইবারে তৈরি। ফলে এটি যেমন হালকা তেমনি শক্তপোক্ত।
ই-বাইকটির ওজন ৭০ কেজি। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ৭০ ৩৫০ মিলিমিটার। যা একটি সাধারণ বাইকের চেয়ে অনেক বেশি।