পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী এলাকায় সোমবার দিনগত রাত ৩টার দিকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বয়স পঞ্চাশের কাছাকাছি বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, ‘বোয়ালখালীর শাকপুরা এলাকায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরে ক্যাজুয়েলটি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় জানা যায়নি, তাঁর বয়স পঞ্চাশের কাছাকাছি। নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’
এদিকে বোয়ালখালী থানার ওসি মো. সালাহ উদ্দীন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আমাদের জানা নেই। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে।’