দুই যুবককে গ্রেপ্তার করেছে  নগর গোয়েন্দা পুলিশ এক বিচারকের টাকা-মোবাইল ছিনতাই এর অভিযোগে  । এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটো রিকসা জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন, জাহাঙ্গীর আলম সেলিম (৩৬) এবং মো. রিয়াজ (২৫)। গতকাল সোমবার সকাল পৌনে ১১টার দিকে দুজনকে খুলশি থানার ডিজেল কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিচারকের ছিনতাই করা মোবাইল সেটটি উদ্ধার করা হয়েছে। এছাড়া বিচারককে ছিনতাইয়ের সময় ব্যবহৃত অটোরিক্সাটি খুলশি থানার বাঘঘোনা ইসমাইলের গ্যারেজ থেকে উদ্ধার করে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন, জাহাঙ্গীর ও রিয়াজ পেশায় সিএনজি অটোরিক্সা চালক। কিন্তু এটা তাদের আসল পেশা নয়। অটোরিক্সা চালানোর আড়ালে তারা মূলত ছিনতাই করে। প্রতিদিন সন্ধ্যার পর তারা অটোরিক্সা নিয়ে বের হয় এবং বিভিন্ন স্থানে ছিনতাই সংঘটিত করে। তিনি বলেন, গ্রেফতার হওয়া দুজন সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য এবং তারা এর আগেও গ্রেফতার হয়ে জেলে ছিল। গত ১১ মার্চ রিক্সায় করে যাওয়ার সময় নগরীর পাঁচলাইশ থানার চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে ছিনতাইয়ের শিকার হন চট্টগ্রামের সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ বেগম সালমা খাতুন। তার কাছ থেকে ছিনিয়ে নেয়া ব্যাগে নগদ টাকা, মোবাইল ফোন ও জাতীয় পরিচয় পত্র ছিল। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা দায়েরের পর গ্রেফতার অভিযানে নামে নগর গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সন্তোষ কুমার চাকমার নেতৃত্বে অভিযানে ছিলেন এস আই রাজেশ বড়ুয়া, এস আই আফতাব হোসেন, এএসআই আজমীর শরীফ, এএসআই আজহারুল ইসলাম। – See more at: http://www.dainikazadi.org/details2.php?news_id=1973&table=april2016&date=2016-04-19&page_id=4&view=0&instant_status=#sthash.ta9dJ8ac.dpuf
Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031