‘অগ্নিশিখায় জাগরুক থাকুক চেতনা’- জাতীয় গণহত্যা দিবসের ভয়াবহতাকে স্মরণ করে মোমবাতি প্রজ্জ্বলন করেছে এই ব্রত নিয়েকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ।
রবিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের প্রায় সবকটি করিডোরকে আলোকিত করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রতিবারের মতো এবারও যেসব তাজা প্রাণ ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতের নৃশংস ও জঘণ্যতম গণহত্যার শিকার হয়েছেন তাদের আত্মার শান্তির প্রত্যাশায় অবনত মস্তকে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সভাপতি ড. জি. এম. মনিরুজ্জামান; সহকারী অধ্যাপক মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, মো. মোকাদ্দেস-উল-ইসলাম; প্রভাষক নূর মোহাম্মদ রাজু, সাদিয়া আফরোজ সিফাতসহ বাংলা বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ২০১২ সাল থেকেই প্রতিবছরই ২৫ মার্চ কালরাতের সেই ভয়াবহতাকে স্মরণ মোমবাতি প্রজ্জ্বলন করে আসছে বাংলা বিভাগ। তাদের আশা ’৭১ এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে ঘুমন্ত বাঙালির উপর অতর্কিত, বর্বরোচিত হামলা চালিয়ে জাতিকে মেধাশূন্য করে অন্ধকারে নিমজ্জিত করতে চেয়েছিল তা কখনো হতে দেয়া যাবে না। আগুনের শিখায় সেই আলোকিত চেতনা-ই খুঁজে পায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা পরিবার।