৫০ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম নামে একজনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা স্টিকার লাগানো একটি পাজেরো গাড়ি থেকে ।
রোববার বিকেলে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মহসিন।
তিনি বলেন, সরকারি স্টিকার লাগানো গাড়িতে করে বড় ধরনের ইয়াবা চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার ফকিন্নির হাট এলাকায় তল্লাশি চালানো হয়। কক্সবাজার থেকে মহানগরীতে আসার সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আনোয়ারার দিকে চলে যান জসিম। ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে ‘চট্ট-মেট্রো-ঘ ১১-০২৮৯’ নম্বরের গাড়িটি জব্দ করে ইয়াবার পিসগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় আরেকজন পলাতক আছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, জসিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে ভিআইপি ফ্ল্যাগ স্ট্যান্ড ও স্টিকার লাগানো থাকলেও গাড়িটি সরকারি নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে ধোকা দিয়ে ইয়াবা পাচারের জন্য ব্যবসায়ীরা যে নিত্য নতুন কৌশল নিয়েছে তারই অংশ হিসেবে এভাবে ইয়াবা পাচার করা হচ্ছিল।