শিশু শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে ২ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে গেরহাটের মোরেলগঞ্জে।
রবিবার বেলা ১১টায় সাইনবোর্ড-বগী আলিক মহাসড়কের কালিকাবাড়ি এলাকায় এই সড়ক অবরোধ করা হয়।
এপি কালিকাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র শাওন হালদার(৮) একটি যাত্রীবাহী মটর সাইকেলের ধাক্কায় রক্তাক্ত জখম হলে ক্ষুব্ধ ছাত্ররা রাস্তায় নেমে পড়েন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, সাবেরা ফেরদৌসি কারিগরি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও তাদের সাথে যোগ দেন।
এক পর্যায়ে তারা দুর্ঘটনা প্রবন ওই এলাকায় গতিরোধক স্থাপনের দাবিতে লাঠিসোটা নিয়ে ও টায়ার জালিয়ে সড়ক অবরোধ করেন। এতে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে থানা পুলিশ ও সহকারি কমিশনার(ভূমি)নাজমুল হুদা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কর্মকর্তারা শিশু ছাত্রছাত্রীদের দাবী রক্ষার প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।