সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ প্রবীর হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা খুলনার।
শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) সোনালী সেন সন্ধ্যায় ইয়াবা উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান এখনও অব্যাহত রয়েছে।