বারআউলিয়ায় কর্মরত অবস্থায় শফিকুল ইসলাম (২৪) নামে এক শিপব্রেকিং শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত শফিকুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বোদিরাম এলাকায় সীতাকুণ্ডের। তার পিতার নাম সব্বর আলী।
তিনি এম এ শিপব্রেকিং লিমিটেডে রাতের শিফটে কাজ করছিলেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কনস্টেবল এইচ এ আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের শিফটে কাজ করার সময় শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে জাহাজের উপর থেকে পড়া লোহার অংশবিশেষের নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম। উদ্ধার করে রাত ২টার দিকে চমেক হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।