ট্রাকের ধাক্কায় চলন্ত বাসের যাত্রী জারিফা আকতার (১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে সীতাকুণ্ডের। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ যাত্রী। বিকেল সাড়ে ৩টার দিকে কুমিরা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জারিফা স্থানীয় মসজিদ্দা কিন্ডারগার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই এইচ এ আলাউদ্দিন তালুকদার জানান, নিহত জারিফার বাড়ি উপজেলার উত্তর মসজিদ্দা এলাকায়। স্কুলছুটি শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অন্যদের মতো যাত্রীবাহী বাসে উঠে জারিফা। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা বাইপাস পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে স্কুলছাত্রী জারিফা আকতারসহ ১০ থেকে ১২ জন আহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা জারিফাকে মৃত ঘোষণা করেন।