নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত কবিরের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে । তাকে সঙ্গিাপুর নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ১৪ সদস্যের মেডিকেল বোর্ড। আজ শনিবার এক ব্রিফিংয়ে বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ও সেডিকেল বোর্ডের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, আগামীকাল রোববার অথবা সোমবার কবিরকে সিঙ্গাপুর নেয়া হতে পারে। তিনি এখন লাইফ সাপোর্টে রয়েছেন। তার ফুসফুস ও লিভারে আঘাতের কারণে তার কার্যক্ষমতা কিছুটা কমে গেছে।
শ্বাসনালি ঠিকমতো কাজ করছে না। এছাড়া তার শরীরে ফ্র্যাকচারও রয়েছে। গত ১২ই মার্চ নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত হন ৫১ জন। আহত হন ২০ জন। আহতদের মধ্যে বাংলাদেশি ছিলেন ১০ জন।