পুলিশ টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু আলী আহম্মদ (৬) কে তিন দিন পর উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে নয়া শরণার্থী ক্যাম্পের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণ চক্রের সদস্য তোফায়েল (২৩) কে আটক করা হয়। তোফায়েল সাবরাং কচুবুনিয়া সাকিনের আবদুর রহিমের ছেলে। এঘটনার পর ওই দিন রাতেই শিশুটির পিতা আবু তাহের বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টা টেকনাফ সাবরাং গুচ্ছগ্রামে নিজ বাড়ির পাশে অন্যান্য ছেলেদের সাথে খেলছিল আলী আহাম্মদ। পাশে ওঁৎ পেতে থাকা ইসমাইল, তোফায়েল ও বেলাল পরস্পর যোগসাজসে মুখ চেপে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যায় আলী আহাম্মদকে। খেলায় রত অন্যান্যরা ভয়ে সবাই চুপ থাকে। বেলা গড়িয়ে বিকাল হলেও বাড়ি না ফেরায় তার মা বাবা সবাই খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে অপহরণকারী ইসমাইল ফোন করে আলী আহাম্মদের পিতা আবু তাহেরকে। প্রথমে দাবি করে ছেলেকে জীবিত ফেরত পেতে চাইলে পাঁচ লাখ টাকা দিতে হবে। এর পর রাতে থানায় গিয়ে মামলা করেন আবু তাহের ।
টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এস আই নুরুল আমিনের নেতৃত্বে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণ চক্রের সদস্য তোফায়েল আটক করা হয়েছে। এছাড়া অন্য অপহরণকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |