দেশি বিনিয়োগে চট্টগ্রামে গত ১৪ মাসে দেশীয় বিভিন্ন শিল্পখাতের ২১২ প্রতিষ্ঠান ৬ হাজার ৯৬৫ কোটি টাকার বিনিয়োগ নিবন্ধন করেছে। এতে ১৭ হাজার ৩১৪ জন লোকের কর্মসংস্থান হয়েছে। তবে বিদেশি বিনিয়োগ নিবন্ধনের অবস্থা মোটেও সন্তোষজনক নয়। এই সময়ে ৬টি বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ নিবন্ধন করেছে ৩ কোটি ৯২ লাখ ১৫ হাজার টাকার। এছাড়া ১৩টি কোম্পানি প্রায় ২৮৬ কোটি টাকার যৌথ নিবন্ধন করেছে। এই দুই খাতে প্রায় ৩ হাজার ৮২১ জনের কর্মসংস্থান হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নানা প্রতিবন্ধকতার কারণে চট্টগ্রামে বিনিয়োগের হার সেভাবে বাড়ছে না। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে সরকারের কিছু নীতিগত পরিবর্তনের কারণে দেশি বিনিয়োগ নিবন্ধন বাড়ছে। ব্যবসা সম্প্রসারণে দেশীয় প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ বাড়াচ্ছে।
ব্যবসায়ীদের অভিমত, জমির উচ্চ মূল্য, ব্যাংক সুদের হার বৃদ্ধি ও গ্যাস সংকটের কারণে চট্টগ্রামে আশানুরূপ নিবন্ধন হচ্ছে না। তবে এলএনজির সরবরাহ শুরু হলে এবং মীরসরাই ইকোনমিক জোনের অবকাঠামো তৈরি হলে দেশি-বিদেশি বিনিয়োগ আরো বাড়বে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ১৪ মাসে ২১২টি কোম্পানি ৬ হাজার ৯৬৫ কোটি টাকা বিনিয়োগ নিবন্ধন করেছে। এর মধ্যে ২০১৭ সালের জানুয়ারিতে ১৮টি প্রতিষ্ঠান ১১০ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার টাকা বিনিয়োগ নিবন্ধন করে। ফেব্রুয়ারিতে ১২টি প্রতিষ্ঠান বিনিয়োগ নিবন্ধন করে ৪৮ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার টাকা। মার্চে ৬ প্রতিষ্ঠান ১৭৪ কোটি ৬৮ লাখ ৯২ হাজার টাকা, এপ্রিলে ১২ প্রতিষ্ঠান ২২৯ কোটি ১২ লাখ ৮৮ হাজার টাকা, মে মাসে ২২ প্রতিষ্ঠান ৭০৮ কোটি ৫৪ লাখ ৮৭ হাজার টাকা, জুনে ২২ প্রতিষ্ঠান ৭৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার টাকার নিবন্ধন করেছে।
অন্যদিকে জুলাইয়ে ১৯ প্রতিষ্ঠান বিনিয়োগ নিবন্ধন করেছে ৪ হাজার ৩৯৬ কোটি ১৩ লাখ ৮৮ হাজার টাকা। আগস্টে ১২ প্রতিষ্ঠান ১১৮ কোটি ৭ লাখ ৩৮ হাজার টাকা, সেপ্টেম্বরে ৯ প্রতিষ্ঠান ৩১ কোটি ৭৩ লাখ ৬ হাজার টাকা, অক্টোবরে ১৬ প্রতিষ্ঠান ১৬৮ কোটি ১৮ লাখ ৭৭ হাজার টাকা, নভেম্বরে ১৯ প্রতিষ্ঠান ৩৪০ কোটি ৭৩ লাখ ৭ হাজার টাকা এবং ডিসেম্বরে ২২ প্রতিষ্ঠান ১৮৬ কোটি ৪৫ লাখ ১ হাজার টাকা বিনিয়োগ নিবন্ধন করেছে। চলতি বছরের জানুয়ারিতে ১০ প্রতিষ্ঠান ১৭৪ কোটি ২৯ লাখ ৫১ হাজার টাকা এবং ফেব্রুয়ারি মাসে ১৫ প্রতিষ্ঠান ৩৭৫ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার টাকা বিনিয়োগ নিবন্ধন করেছে।
অপরদিকে গত ১৪ মাসে ছয়টি বিদেশি প্রতিষ্ঠান মাত্র ৩ কোটি ৯৫ লাখ ১৫ হাজার টাকা বিনিয়োগ নিবন্ধন করেছে। এর মধ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে একটি প্রতিষ্ঠান ৯ কোটি ৫০ লাখ টাকা, জুলাইয়ে দুটি প্রতিষ্ঠান ১৫ কোটি ৯৪ লাখ ২৫ হাজার টাকা, অক্টোবরে একটি প্রতিষ্ঠান ৯ কোটি ৫০ লাখ টাকা, নভেম্বরে দুটি প্রতিষ্ঠান ৪ কোটি ৫৭ লাখ ২৪ হাজার টাকার বিনিয়োগ নিবন্ধন করেছে।
এছাড়া ১৩টি প্রতিষ্ঠান ২৮৫ কোটি ৪৫ লাখ টাকার যৌথ নিবন্ধন করেছে। এর মধ্যে ২০১৭ সালের জানুয়ারিতে তিনটি প্রতিষ্ঠান ১৮২ কোটি ৪৭ লাখ ২ হাজার টাকা, ফেব্রুয়ারিতে একটি প্রতিষ্ঠান ৪ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার টাকা, এপ্রিলে একটি প্রতিষ্ঠান ৪ কোটি টাকা, মে মাসে একটি প্রতিষ্ঠান ১৬ লাখ ২৩ হাজার টাকা, সেপ্টেম্বরে দুটি প্রতিষ্ঠান ২৭৬ কোটি টাকা এবং নভেম্বরে দুটি প্রতিষ্ঠান ১৯ কোটি টাকা নিবন্ধন করেছে। চলতি বছর জানুয়ারিতে একটি প্রতিষ্ঠান ৭ লাখ টাকা ও ফেব্রুয়ারি মাসে দুটি প্রতিষ্ঠান ৬৩ কোটি ৪৩ লাখ ৯ হাজার টাকার বিনিয়োগ নিবন্ধন হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে ১২ মাসে চট্টগ্রামে ৫ হাজার ৩৬৫ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকার বিনিয়োগ নিবন্ধন হয়েছিল। এর মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ মাত্র ২ কোটি টাকা, যা মোট বিনিয়োগের ১ শতাংশেরও অনেক কম।
এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম দৈনিক আজাদীকে বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে বর্তমান সরকারের কিছু পদক্ষেপের কারণে দেশীয় বিনিয়োগের নিবন্ধন বাড়ছে। এর মধ্যে এলএনজি গ্যাস অন্যতম। গ্যাস সংকটের কারণে এতদিন পর্যন্ত নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা কিংবা শিল্প প্রতিষ্ঠান সম্প্রসারণ থমকে ছিল। এখন এলএনজি আসছে, এই আশায় ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন। তবে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মীরসরাই ইকোনোমিক জোন গড়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইকোনোমিক জোনের অবকাঠামো দাঁড়িয়ে গেলে তখন বিদেশি বিনিয়োগ বাড়বে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উপ-পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন দৈনিক আজাদীকে বলেন, সীমিত সম্পদের মধ্যেও আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। বর্তমান সরকার ব্যবসাবান্ধব। বিনিয়োগে সরকারের নীতিগত পরিবর্তন আনায় চট্টগ্রামে বিনিয়োগ বাড়ছে। দ্রুত মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ করার পাশাপাশি গ্যাস সংকট নিরসন করা গেলে আগামী দুই-তিন বছরে চট্টগ্রামে বিনিয়োগ বহু গুণ বাড়বে বলে আশা করছি।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031