অপোর নতুন ফোন আইফোন এক্স’র ডিসপ্লের মত নচ ফিচার নিয়ে বাজারে আসছে । অপো এফ সেভেন নামরে এই ফোনটিতে ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে।
অপো এফ সেভেনে রয়েছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। স্ক্রিন টু বশি রেশিও ৯৮.০৯%। এর রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। সেলফি এক্সপার্ট হিসেবে ফোনটি দুর্দান্ত। সেলফির জন্য এতে আর্টিফিয়াল ইন্টেলেজেন্সি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে এইচডিআর, বিউটি মোড এবং এআর স্টিকার।
দুইটি র্যাম ভার্সনে ফোনটি বাজারে পাওয়া যাবে। একটিতে থাকছে ৮ জিবি র্যাম। অন্যটি ৬ জিবি র্যামের।
সম্প্রতি এই ফোনটি টিজার অপো তাদের টুইটার পেজে প্রকাশ করেছে। টিজার অনুযায়ী এফ সেভেনকে আরো আকর্ষণীয় করে তৈরি ডিজাইন করা হয়েছে।
ফোনটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটির সম্ভাব্য দাম হতে পারে ৩০ হাজার টাকা।