বালুবাহী বলগেটের ধাক্কায় একটি নৌকা ডুবে গেছে। এতে পাঁচজন নিখোঁজ রয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে ।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রুপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জসিম মো. রাজু। তিনি রাজধানীর বাসাবো এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারাব পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর হামিদুল্লাহ জানান, রাজধানীর ডেমরা থেকে ১৪ জন যুবক একটি নৌকা ভাড়া করে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে আসেন। রাত সাড়ে নয়টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝপথের দিকে যাচ্ছিল নৌকাটি। এ সময় একটি বালুবাহী বলগেট পেছন থেকে নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা ১৪ জনের মধ্যে নয়জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
সাঁতার কেটে তীরে উঠে আসা মিরাজ মিয়া জানান, নৌকাডুবির পর তাদের বন্ধু জাসিম মো. রাজিবসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন।