বাংলাদেশসহ ৫টি দেশে এখন আর গণতন্ত্রের নূন্যতম মানদ- মানা হচ্ছে না। ২০১৫’র ফেব্রুয়ারি থেকে ২০১৭’র জানুয়ারি পর্যন্ত করা এক গবেষণায় এমন পর্যবেক্ষণ উঠে এসেছে। এতে বাংলাদেশ নিয়ে মন্তব্য করা হয়েছে, ‘নির্বাচনের মানে অবনতি ঘটায়, এক সময়ের ৫ম বৃহৎ গণতন্ত্রের এ দেশটি ফের স্বৈরতন্ত্র হিসেবে চিহ্নিত হয়েছে।’
জার্মান থিঙ্কট্যাঙ্ক বারটেলসম্যান স্টিফটাং-এর গবেষণায় এসব কথা বলা হয়েছে। এতে, নতুন স্বৈরতন্ত্র হিসেবে চিহ্নিত অপর দেশগুলো হলো লেবানন, মোজাম্বিক, নিকারাগুয়া ও উগান্ডা। ‘এই পাঁচটি দেশ ওই সীমা অতিক্রম করেছে যার দিকে এগুচ্ছে ত্রুটিপূর্ণ গণতন্ত্রের ৬টি দেশ- হন্ডুরাস, হাঙ্গেরি, মলডোভা, নাইজার, ফিলিপাইন ও তুরস্ক। অবশ্য এ ৬টি দেশের নি¤œগামী হওয়ার মাত্রায় তারতম্য রয়েছে।’
গবেষণা অনুযায়ী, বিশ্বজুড়ে গণতন্ত্র ও সুসাশনের মান এক যুগের মধ্যে সর্বনি¤œ।
এমন অবনতির সিংহভাগ হচ্ছে উন্মুক্ত সমাজগুলোতে যেখানে সরকারগুলো ক্রমশই স্বেচ্ছাচারী শাসন চালাচ্ছে।