সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আগামী প্রজন্ম যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে অন্ধকার জঙ্গিবাদ তাদের ওপর ভর করবে। সনদ প্রাপ্তির আশায় শুধু লেখাপড়ার মাঝে ডুবে থাকলে চলবে না। প্রকৃত জ্ঞান অর্জনের জন্য অতিরিক্ত বিষয়েও ছেলে-মেয়েদের উৎসাহ দিতে হবে।

শুক্রবার বিকালে গাজীপুরের কাপাসিয়ার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান তারাগঞ্জ এইচ এন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে শতবর্ষ উদযাপনের উদ্বোধনী সভায় এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, একটি দেশের সামগ্রিক উন্নতির জন্য প্রত্যেককে মানবিক গুণে গুণান্বিত হতে হবে। নাগরিকদের মানবিক উন্নতি ঘটাতে হবে। ছেলে-মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, গান গাওয়া, ছবি আঁকাসহ সাংস্কৃতিক বিষয়ে মনোযোগী হতে হবে। প্রত্যেকেই যার যার অবস্থানে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবাই কোনো না কোনোভাবে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখছে।

মন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাবে, এটা কেউ ঠেকাতে পারবে না। উন্নত অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতি ছাড়া দেশ উন্নত হতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠান হলো প্রকৃত মানুষ গড়ার প্রতিষ্ঠান। আর শিক্ষকরা হলো প্রকৃত মানুষ গড়ার কারিগর।

শতবর্ষ উদযাপন কমিটি ও পরিচালনা পরিষদের সভাপতি আজগর রশিদ খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক  ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা।

উদ্বোধনী বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি, গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, সাবেক অতিরিক্ত সচিব আইয়ুবুর রহমান খান, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম প্রমূখ।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান তারাগঞ্জ এইচ এন স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শুক্রবার বিকালে আনুষ্ঠানিক উদ্বোধন হয়।  ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের এ মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠান। এ উপলক্ষে ‘ঐতিহ্য’ নামে একটি সংকলন প্রকাশ করা হয়েছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031