আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত হয়ে নির্বাচনী মাঠে আসুক সে কামনা করেছেন । আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতবারের মতো আগামী নির্বাচনও বর্জন করলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করেন মোহাম্মদ নাসিম। আগামী নির্বাচনে না এলে পরবর্তী সময়ে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ১৯৭০ এর মতো। এ নির্বাচন হবে সৎ ও নিরপেক্ষ। এ নির্বাচন হবে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার নির্বাচন। নির্বাচনকালীন তিন মাস প্রশাসন প্রধানমন্ত্রীর কথা শুনবে না, প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে।’

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। এতো ভয় কেন, খেলা হবে মাঠে। এ নির্বাচনে শেখ হাসিনা আবারো ছক্কা মারবেন।’

তিনি দলীয় নেতাকর্মীদের বিরোধ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আগামী নির্বাচনে প্রমাণ হবে ৭১-এর ঘাতকরা দেশে থাকবে নাকি মুক্তিযুদ্ধের বাংলাদেশ থাকবে। দেশে যে উন্নয়ন অগ্রগতি হচ্ছে সবাইকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে ক্ষমতায় আনার মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আগামী ছয় মাস সবাইকে ঘরে-ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইতে হবে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। সংবিধানের বাইরে অন্য কোনো পন্থায় নির্বাচন হবে না। এ নির্বাচনে যারা জয় লাভ করবে আওয়ামী লীগ তাদের মেনে নেবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।’

‘এর আগেও শেখ হাসিনা বলেছিলেন, আসুন আলোচনায় বসে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করি। কিন্তু তিনি না শুনে জামায়াতকে সঙ্গে নিয়ে সহিংসতার পথ বেছে নিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিলেন। এমন পথ বেছে নিলে জনগণ তা প্রতিহত করবে।’

সাংসদ তানভীর ইমামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মেরিনা জাহান কবিতা, রাকসুর ভিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না প্রমুখ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031