আন্তর্জাতিক ডেস্ক :: পার্ক গিউন হাই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, পঞ্চম দফা পরমাণু বোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং। তবে তিনি কিভাবে এ খবর পেয়েছেন সে বিষয়ে কিছু বলেননি। তার এ অভিযোগ সত্যি হলে আরো কঠোর অবরোধের সম্মুখীন হবে উত্তর কোরিয়া।
এর আগে উত্তর কোরিয়ার পারমাণু পরীক্ষাকেন্দ্রটিতে নতুন তৎপরতা শুরুর খবর দিয়েছিল দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম। পরদিনই পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে পরমাণু পরীক্ষার প্রস্তুতির অভিযোগ আনলেন প্রেসিডেন্ট পার্ক। তিনি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে যেকোনো ‘উস্কানি’ মোকাবেলায় তৈরি থাকার নির্দেশও দিয়েছেন।
নতুন এ পরীক্ষার মধ্য দিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বসানোর মতো ছোট পরমাণু বোমা তৈরির আরো কাছে উত্তর কোরিয়া যাবে বলে আশংকা করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
আগামী মে মাসে রাজধানী পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সম্মেলন হওয়ার কথা রয়েছে। পর্যবেক্ষকদের ধারণা, এর আগেই আরও একটি পরমাণু পরীক্ষা চালাবে দেশটি। এর আগে জানুয়ারি মাসে চতুর্থতম পরমাণু পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। এর এক মাস পর অর্থৎ ফেব্রুয়ারিতে দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে যা নিয়ে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চতুর্থতম পরমাণু পরীক্ষার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে জাতিসংঘ।